আন্তর্জাতিক

নাইজেরিয়ায় তেলের ট্যাঙ্কারে আগুন, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় একটি তেলের ট্যাঙ্কারে আগুন ধরে নয়জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির বাণিজ্যিক রাজধানী লাগোসে এ অগ্নিকাণ্ডে আরো ৫৩টি যানবাহন পুড়ে গেছে বলে দেশটির জরুরি সেবা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভিডিওতে গাড়িগুলো জ্বলতে দেখা গেছে এবং ঘন-কালো ধোঁয়া সেসব গাড়ি থেকে বের হতে দেখা গেছে। লাগোস রাজ্য জরুরি সেবা ব্যবস্থাপনা সংস্থার (এলএএসইএমএ) মুখপাত্র আদেশিনা তিয়ামিইউ জানিয়েছেন, লাগোস ও ইবাদান শহরের সংযোগ সড়কে একটি গাড়ি বহরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় বিকেল  ৫টা ৩৩ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পান। তিনি বলেন, ‘নয়জন নিহত হয়েছে এবং আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’ ফেডারেল রোড সেফটি কমিশনের মুখপাত্র বিসি কাজিম জানিয়েছেন, লাগোস থেকে বের হওয়ার মুখে ওটিডোলা সেতুর কাছে এ ঘটনা ঘটেছে। ট্যাঙ্কারের ব্রেক নষ্ট হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ওই ট্যাঙ্কারসহ পাঁচটি বাস, দুটি ট্রাক, একটি ট্রাইসাইকেল ও ৪৫টি গাড়ি আগুনে পুড়ে গেছে। রাইজিংবিডি/ঢাকা/২৯ ‍জুন ২০১৮/শাহেদ