আন্তর্জাতিক

ব্রেক্সিট মন্ত্রী ডেভিসের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য সরকারের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস পদত্যাগ করেছেন। মন্ত্রিসভার কাছ থেকে প্রধানমন্ত্রী থেরেসা মে তার ব্রেক্সিট পরিকল্পনার অনুমোদন নেওয়ার কয়েক দিনের মধ্যে এই পদত্যাগ করলেন ডেভিস। সমালোচকদের মতে, থেরেমা মের ব্রেক্সিট পরিকল্পনা অনেক বেশি নমনীয়। ডেভিড ডেভিসকে ২০১৬ সালে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তার দায়িত্ব ছিল যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে প্রত্যাহার করে নেওয়া। ডেভিড ডেভিসের পদত্যাগের পর কনিষ্ঠ মন্ত্রী স্টিভেন বেকারও পদত্যাগ করেছেন। এদিকে, আজ সোমবার থেরেসা মে ব্রেক্সিট নিয়ে এমপিদের মুখোমুখি হবেন। পদত্যাগপত্রে ডেভিড ডেভিস বলেন, ‘থেরেসা মের বর্তমান নীতি ও কৌশলে বুঝা যাচ্ছে, তিনি শুল্ক ইউনিয়ন থেকে যুক্তরাজ্যকে বের করতে কিংবা যুক্তরাজ্যের জন্য একক বাজার তৈরি করতে যাচ্ছেন না।’ তিনি জানান, তিনি এ বিষয়ে নিশ্চিত হতে পারছেন না যে, ব্রাসেলস ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার জন্য যুক্তরাজ্যের কাছে আরো ক্ষতিপূরণ দাবি করবে না। ডেভিস বলেন, ‘সাধারণ নির্দেশনার নীতি আমাদেরকে আলোচনায় দুর্বল অবস্থানে নিয়ে যাবে, যেখান থেকে বের হয়ে আসা অসম্ভব হবে।’ এর জবাবে প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, ‘শুক্রবার মন্ত্রিসভায় আমরা যে নীতিতে একমত হয়েছিলাম তার ব্যাখ্যায় আমি আপনার সঙ্গে একমত নই।’ তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/৯ জুলাই ২০১৮/সাইফুল