আন্তর্জাতিক

সৌদি আরবে তল্লাশি চৌকিতে হামলায় বাংলাদেশিসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মধ্যাঞ্চলের একটি তল্লাশি চৌকিতে বন্দুকধারীদের সঙ্গে গুলি বিনিময়ের সময় এক বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছে। সোমবার সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘রোববার বিকেলে কাসিম অঞ্চলের বুরাইদাহ-তারফিয়াহ সড়কের একটি তল্লাশি চৌকিতে তিন সন্ত্রাসী একটি গাড়িতে করে এসে হামলা চালায়।’ এতে বলা হয়েছে, ‘সন্ত্রাসীদের মধ্যে দুজন নিহত হয়েছে। আহত তৃতীয় জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’ মন্ত্রণালয় জানিয়েছে, নিহত সৌদি নিরাপত্তা কর্মকর্তার নাম সুলেইমান আব্দেল আজিজ আব্দেল লতিফ। গুলি বিনিময়ের সময় যে বাংলাদেশি নিহত হয়েছে তার নাম প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। গত ২০ এপ্রিল সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ আসিরের একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলায় চার সৌদি পুলিশ নিহত ও চারজন আহত হয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গিগোষ্ঠি আল-কায়েদা ও ইসলামিক স্টেটসহ বিভিন্ন সন্ত্রাসীগোষ্ঠি হামলা চালিয়ে আসছে। রাইজিংবিডি/ঢাকা/৯ জুলাই ২০১৮/শাহেদ