আন্তর্জাতিক

ওয়াশিংটন-মস্কো সম্পর্কের টানপোড়েনে যুক্তরাষ্ট্র দায়ী : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে কয়েক ঘন্টার মধ্যে শুরু হতে যাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠক। বৈঠক শুরুর চার ঘন্টা আগে ওয়াশিংট-মস্কো সম্পর্কের টানপোড়েনের জন্য ২০১৬ সালে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ খতিয়ে দেখার তদন্ত কমিটিকে দায়ী করেছেন ট্রাম্প। সোমবার টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক কখনোই এতে বাজে ছিল না, যুক্তরাষ্ট্রের অনেক বছরের বোকামি ও নির্বুদ্ধিতাকে ধন্যবাদ, এর এখন পাতানো ষড়যন্ত্র (উইচ হান্ট)।’ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই মন্তব্যে লাইক দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার যে অভিযোগ নিয়ে তদন্ত চলছে  বরাবরই তার নিন্দা জানিয়ে আসছে মস্কো। এর একদিন আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, ‘নির্ভেজাল বোকামি’ ও ‘রাজনৈতিক সমস্যার’ কারণে ‘রাশিয়ার সঙ্গে কিছু করা’ যুক্তরাষ্ট্রে বেশ কঠিন। তিনি বলেন, ‘আপনি যা-ই করতে যাবেন সবসময় শুনতে হবে, আহ!রাশিয়া, সে রাশিয়াকে ভালোবাসে।’ পুতিনের সঙ্গে এ বৈঠক নিয়ে তার খুব একটা প্রত্যাশা নেই বলে রোববার জানিয়েছেন ট্রাম্প। তবে তিনি আশা করেন, বৈঠক থেকে ভালো কিছু বেরিয়ে আসতে পারে। রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৮/শাহেদ