আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ইরানের মামলা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করেছে ইরান। তাদের অভিযোগ, পরমাণু চুক্তি বাতিল করে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পুনরায় অবরোধ আরোপ বেআইনি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার বিষয়টি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ সোমবার এক টুইটার বার্তায় জানান। টুইটারে জারিফ লেখেন, ‘যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও আইনগত বাধ্যবাধকতার অবমাননার বিপরীতে ইরান আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’ আন্তর্জাতিক অপরাধ আদালতে ইরান ঠিক কী দাবি জানিয়েছে, তা বিস্তারিত জানাননি জারিফ। তবে দেশটির কর্মকর্তারা সম্প্রতি প্রায়ই ইরানের ওপর অবৈধ অবরোধ আরোপের অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইরান পরমাণু চুক্তি নামে পরিচিত জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) চুক্তি থেকে গত মে মাসে সরে যায় যুক্তরাষ্ট্র এবং ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপ করে। তথ্যসূত্র : আল জাজিরা রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৮/সাইফুল