আন্তর্জাতিক

জাপানে তীব্র তাপপ্রবাহে ৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে চলতি মাসের শুরুতে অতিবৃষ্টি ও বন্যায় দুই শতাধিক লোকের মৃত্যুর ধকল কাটিয়ে উঠতে না উঠতে এবার তীব্র তাপপ্রবাহে মারা গেছে কমপক্ষে ৩০ জন। এ অবস্থায় দেশজুড়ে নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করেছেন কর্মকর্তারা। গত দুই সপ্তাহে তাপসংক্রান্ত সমস্যা নিয়ে হাজারো লোক হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সপ্তাহের শুরুতে মধ্য জাপানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। জাপানে ১৯ শতকে তাপমাত্রা রেকর্ডিং শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো গত সাত দিনে কিয়োটোর তাপমাত্রা এক নাগারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। তাপপ্রবাহে আইচি জেলায় গত মঙ্গলবার ছয় বছর বয়সি এক স্কুলছাত্র মারা যাওয়ার পর জাপানের শিক্ষা মন্ত্রণালয় হিট স্ট্রোক ঠেকাতে স্কুলগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। হিট স্ট্রোক এড়াতে লোকজনকে বেশি বেশি পানি পান করতে বলেছে জাপানের আবহাওয়া অফিস। কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র তাপপ্রবাহের কারণে পশ্চিম জাপানে বন্যাপরবর্তী উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক স্বেচ্ছাসেবীকে তীব্র তাপের জন্য হিমশিম খেতে হচ্ছে। তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৮/সাইফুল