আন্তর্জাতিক

ইরানে ভূমিকম্পে আহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কেরামানশাহ প্রদেশে রোববার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। প্রাদেশিক গভর্নর জেনারেল হউশাং বাজভান্দ জানিয়েছেন, এ ঘটনায় তাজেহ আবাদ শহরে ৪০ জন্ আহত হয়েছে। তবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহতদের অধিকাংশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জিওফিজিক্স ইনিস্টিটিউট অব তেহরান ইউনিভার্সিটির ভূকম্প তাত্ত্বিক কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২ টা ৪৫ মিনিটে ভূমিকম্পটি কেরামানশাহ প্রদেশের পশ্চিমে তাজেহ আবাদ এলাকায় আঘাত হানে। প্রদেশের প্রায় সব জায়গায় কম্পন অনুভূত হয়েছে বলেও জানানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে কোনো ভবন ধসের ঘটনা ঘটেনি। তবে বেশ কয়েক জায়গায় ভবনের দেয়াল ক্ষতিগ্রস্থ হয়েছে। ২০১৭ সালে একই প্রদেশের এজগিলিহ এলাকায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ঘটনায় ৬২০ জনের মৃত্যু হয়েছিল। আর আহত হয়েছিল ১২ হাজারের বেশি মানুষ। রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৮/শাহেদ