আন্তর্জাতিক

জালালাবাদে একাধিক বিস্ফোরণ, গুলি

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে একাধিক বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া গেছে। শনিবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে  বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউ্ল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, শহরের ধাত্রী প্রশিক্ষনার্থীদের ডরমেটিরর কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি জানান, ওই ভবনটি খালি করা হয়েছে। সেখানে থাকা কিছু শিক্ষার্থীকে সরিয়ে নেওয়া হয়েছে। এদের অধিকাংশই পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশের বাসিন্দা। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছুটে যেতে দেখা গেছে। ওই এলাকা থেকে ব্যাপক ধোঁয়া বের হতে দেখা গেছে। তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আফগানিস্তানের এই অঞ্চলটি সন্ত্রাসী গোষ্ঠি ইসলামিক স্টেটের শক্ত ঘাঁটি। এই গোষ্ঠিটি প্রায়ই আত্মঘাতী হামলা কিংবা বোমা হামলা চালিয়ে থাকে। তবে শনিবারের এই হামলার ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি।

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ জুলাই ২০১৮/শাহেদ