আন্তর্জাতিক

ওয়াশিংটন থেকে ছিনতাই হওয়া বিমান পানিতে বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়েটল বিমানবন্দর থেকে ছিনতাই হওয়া বিমানটি পাগেট প্রণালীতে বিধ্বস্ত হয়েছে। ছিনতাই হওয়া বিমানের নম্বর হরাইজন এয়ার কিউ৪০০। এটি হরাইজনের অংশীদার আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমান ছিল। ওই এয়ারলাইন্সের এক কর্মকর্তা বিমানটি ছিনতাই করেছিলেন। ছিনতাই হওয়ার সময় বিমানটিতে কোনো যাত্রী ছিল না। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে একজন লোক ওই বিমানটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় সিয়েটল টাকোমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়। বিমানটি নিয়ে পালিয়ে যাওয়ার পর দুটি এফ১৫ যুদ্ধবিমান সেটিকে ধাওয়া করে। পরে বিমানটি পাগেট প্রণালীতে বিধ্বস্ত হয়। তবে বিমান বিধ্বস্ত হওয়ার পর এর চালক বেঁচে আছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। পিয়ার্স কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, এটি কোনো সন্ত্রাসী ঘটনা নয়। বিমান ছিনতাইকারী একজন স্থানীয় ব্যক্তি। তার বয়স ২৯ বছর। সিয়েটল টাইমস নামের স্থানীয় প্রভাবশালী পত্রিকার তথ্য মতে, এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমান ছিনতাইকারীকে তার নাম ধরে ডেকে তাকে বিমানটি অবতরণের অনুরোধ করে। পত্রিকাটি জানায়, অডিও বার্তায় বিমান ছিনতাইকারীকে ‘ভাবনাহীন ও পাগলাটে’ মনে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, ছিনতাই হওয়া বিমানটি পাগেট প্রণালীর ওপর অস্থিরভাবে চলাচল করছে। পরে সেটি পাগেট প্রণালীতে বিধ্বস্ত হয়। তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/১১ আগস্ট ২০১৮/সাইফুল