আন্তর্জাতিক

ইহুদি রাষ্ট্র আইনের প্রতিবাদে ইসরায়েলে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত ‘ইহুদি রাষ্ট্র আইনের’ প্রতিবাদে ইসরায়েলে ইহুদি ও আরবসহ হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। শনিবার তেল আবিবে এ বিক্ষোভ হয়েছে। গত মাসে ইসরায়েলকে ‘ইহুদি রাষ্ট্র’ ঘোষণা করে দেশটির পার্লামেন্ট নেসেটে আইন পাস হয়। এর ফলে দেশটিতে ইহুদি ছাড়া অন্যদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা হয়েছে। এছাড়া ইসরায়েলের নাগরিকত্ব পাওয়া ১৮ লাখ ফিলিস্তিনি ও অন্যদের সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। আল-জাজিরা অনলাইন জানিয়েছে, শনিবার রাতে আইনটি বাতিলের দাবিতে তেল আবিবের বিভিন্ন সড়কে বিক্ষোভ হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্ষোভকারী বলেছেন, ‘এটা বিস্ময়কর। আমি যতদূর মনে করতে পারছি এবারই প্রথমবারের মতো ইহুদি ও ফিলিস্তিনিরা কোনো কিছুর বিরুদ্ধে একসঙ্গে লড়াই করছে। যারা গণতন্ত্র ও সমতায় বিশ্বাস করে তাদের জন্য সত্যিকারার্থে এটি অনেক বড় একটি মুহূর্ত।’ বিক্ষোভকারী ড্যান মিরি ফিলিস্তিনিদের সমান অধিকারের দাবি জানিয়ে বলেন, ‘আমরা অনেক ইসরায়েলি বিশ্বাস করি তাদের আমাদের সমান অধিকার দেওয়া উচিৎ। এটা ইহুদি রাষ্ট্র তবে যারা এখানে বাস করে তাদেরকে শিক্ষা, সামরিক বাহিনী, বিশ্ববিদ্যালয়, পার্লামেন্টসহ সকল ক্ষেত্রে সমান অধিকার প্রাপ্য।’ গত মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পার্লামেন্টে ‘ইহুদি রাষ্ট্র’ বিলটি পাসের ঘোষণা দেন। এই আইনটিতে হিব্রুকে দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। এর আগে হিব্রু ও আরবি ছিল ইসরায়েলের দাপ্তরিক ভাষা। রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৮/শাহেদ