আন্তর্জাতিক

তাইওয়ানে হাসপাতালে আগুন, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানে একটি হাসপাতালে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে পুড়ে নিহত হয়েছেন কমপক্ষে নয়জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। সোমবার ভোর ৪টা ৩৬ মিনিটের দিকে নিউ তাইপে সিটির উত্তরে অবস্থিত ‘ওয়েইফু’ নামের ওই হাসপাতালের সপ্তম তলার একটি ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। আগুনে আহত হয়েছেন ১৬ জন। তাদের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সরানো যায় এমন একটি বিছানার বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার পর ওয়েইফু হাসপাতাল থেকে ৩৩ জনকে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের মধ্যে রোগী ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিএনএ জানিয়েছে, পুলিশ তদন্তে দেখেছে যে, হাসপাতালটিতে আগুন নির্বাপনের যথেষ্ট যন্ত্রপাতি ছিল না। তাইপেতে প্রায়ই আগুন লাগার আগুন ঘটে। সমালোচনা রয়েছে যে, সেখানে আগুন প্রতিরোধক ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়ন করা হয় না। ২০১২ সালে তাইপেতে এক হাসপাতালে আগুনে ১২ জন নিহত হন। আহত হন কমপক্ষে ৬০ জন। তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৮/সাইফুল