আন্তর্জাতিক

কাবুলে গোয়েন্দা প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি গোয়েন্দা প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও আল-জাজিরা অনলাইন। তাৎক্ষনিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। কাবুল পুলিশের মুখপাত্র হাশমত স্টানিকজাই বলেছেন, ‘সংঘর্ষ এখনো চলছে এবং আফগান নিরাপত্তা বাহিনী ওই এলাকাটি ঘিরে রেখেছে। আমরা এই মুহূর্তে ভবনে আটকে পড়া লোকদের বের করে আনার কাজ করছি।’ আফগান কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে কালা-ই-ওয়াজির এলাকায় জাতীয় নিরাপত্তা পরিচালকের দপ্তর নিয়ন্ত্রিত প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালানো হয়।  স্টানিকজাই জানিয়েছেন, ওই প্রশিক্ষণ কেন্দ্রের বিপরীতে নির্মানাধীন একটি ভবন থেকে বন্দুকধারীরা গুলি ছুঁড়ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তার কমপক্ষে একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর আগে বুধবার কাবুলের একটি কোচিং সেন্টারে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছিল। ওই ঘটনায় নিহত হয়েছে ৪৮ জন। তালেবান অবশ্য শিয়া প্রধান ওই এলাকায় হামলা চালায়নি বলে এক বিবৃতিতে দাবি করেছেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৮/শাহেদ