আন্তর্জাতিক

পছন্দের বর না পাওয়ায় ম্যাচিং এজেন্সির বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক : পছন্দমতো বর না পাওয়ায় একটি অনলাইন ম্যাচিং এজেন্সির বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাজ্যের এক নারী। মামলার রায়ে বিচারক ওই নারীকে ১৩ হাজার ১০০ পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার জন্য ম্যাচিং এজেন্সিকে নির্দেশ দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সেন্ট্রাল লন্ডনের নাইটসব্রিজ ভিত্তিক সেভেনটি থার্টির বিরুদ্ধে প্রতারণা ও মিথ্যা বর্ণনার অভিযোগ এনেছিলেন তেরিজা বুর্কি। বুধবার হাই কোর্টের বিচারক রিচার্ড পার্কস কিউসি তার রায়ে বলেছেন, ‘ মার্কিন সাহিত্যিক গারট্রুড স্টেইন বলেছিলেন, যারা বলে টাকায় সুখ কেনা যায় না তারা জানে না কোথা থেকে তা কিনতে হয়।’ তিনি বলেন, ‘এই মামলাটি এমন এক নারীর যিনি প্রেমময় সুখ খুঁজছিলেন, যিনি বলেছেন তাকে ভুল জায়গায় কেনার জন্য প্ররোচিত করা হয়েছে, বিয়ে এজেন্সিকে বড় অংকের অর্থ দিতে হয়েছে, যারা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সেই পণ্যটি প্রদানে ব্যর্থ হয়েছে।’ তিন সন্তানের জননী এবং ৪৭ বছর বয়সী বুর্কি জানিয়েছেন তিনি চেলসিয়ার বাসিন্দা। নতুন একজন সঙ্গীর জন্য তিনি ২০১৩ সালে বিয়ে এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। তিনি চেয়েছিলেন একজন ‘বাস্তববুদ্ধিসম্পন্ন ভদ্রলোক’ যিনি কোনো আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করছেন। একইসঙ্গে তিনি ‘ধনী জীবনযাপন’ করছেন এবং ‘বিভিন্ন দেশে ভ্রমণের মানসিকতা’ থাকতে হবে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদাটি ছিল ওই পুরুষটির অনেক সন্তান নেওয়ার ইচ্ছা থাকতে হবে। সেভেন্টি থার্টি তাদের বিজ্ঞাপনে চিত্তাকর্ষক ভাষা ব্যবহার করায় তাতে প্রভাবিত হন বুর্কি এবং তিনি তাদেরকে ১২ হাজার ৬০০ পাউন্ড দেন বিশেষ সদস্য ফি হিসেবে। বিচারক বলেছেন, সংস্থাটির ব্যবস্থাপক লিমার্ক থমাস দাবি করেছিলেন তাদের বিপুল সংখ্যক ধনী পুরুষ সদস্য রয়েছে। বুর্কির চাহিদামাফিক পাত্র খোঁজার জন্য এই সংখ্যাটি যথেষ্ঠ। তবে শেষ পর্যন্ত জানা গেলে সংস্থাটির প্রায় ১০০ সক্রিয় সদস্য রয়েছে। তবে যে কোনো বিস্তৃত কল্পনার জন্য এ সংখ্যা যথেষ্ঠ নয়।’ বুর্কি যদি সংস্থাটির সত্যিকারের সদস্য সংখ্যা জানতেন তাহলে তিনি হয়তো এর সদস্য হতেন না। রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৮/শাহেদ