আন্তর্জাতিক

ডব্লিউটিও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, সংস্থাটি যদি যুক্তরাষ্ট্রের প্রতি তাদের আচরণ পরিবর্তন না করে তবে এ পদক্ষেপ নেওয়া হবে। ব্লুমিং নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা যদি পরিবর্তন না হয় তবে ডব্লিউটিও থেকে আমি যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেব।’ বৈশ্বিক বাণিজ্যে নীতি নির্ধারণ ও দেশগুলোর মধ্যে বিতর্ক নিরসনে ডব্লিউটিও প্রতিষ্ঠা করা হয়েছিল। ক্ষমতার আসার পর থেকে সংরক্ষণনীতি অবলম্বন করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মতে, ডব্লিউটিও যুক্তরাষ্ট্রকে অনৈতিকভাবে ব্যবহার করছে। ডব্লিউটিও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার হুমকির মাধ্যমে সংস্থাটির মুক্ত বাণিজ্য প্রক্রিয়া ও মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য নীতির মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট হলো। এদিকে, সম্প্রতি ডব্লিউটিওর দ্বন্দ্ব নিরসন প্রক্রিয়ার বিচারক নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে সংস্থাটির বিচারিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথিজার অভিযোগ করে বলেছেন, ডব্লিউটিও যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে। তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৮/সাইফুল