আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ব্যাংকে গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সিনসিনাটি শহরে একটি ব্যাংকে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। পরে ওই বন্দুকধারী নিহত হয়েছেন। পুলিশ জানায়, তারা স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে একটি জরুরি কল পায়। পরে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে যান। সিনসিনাটি পুলিশ বিভাগ এক টুইটার বার্তায় জানিয়েছে, শহরের জনবহুল ফাউন্টেন স্কয়ারে অবস্থিত ফিফথ থার্ড ব্যাংকে গোলাগুলির ঘটনা তারা তদন্ত করে দেখছে। সিনসিনাটি পুলিশ বিভাগের প্রধান এলিয়ট আইজ্যাক সাংবাদিকদের জানান, ব্যাংক ভবনের অর্থ খালাসের স্থলে প্রথমে গুলি শুরু করে ওই বন্দুকধারী। পরে ব্যাংকের লবিতে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালায়। এলিয়ট আইজ্যাক জানান, বন্দুকধারী ও পুলিশ সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে ওই বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন নাকি নিজে আত্মহত্যা করেছেন তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি এলিয়ট আইজ্যাক। হামলাকারীর পরিচয় ও তার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিনসিনাটির মেয়র জন ক্রানলে জানান, বন্দুকধারী নিরীহ ব্যক্তিদের তার শিকারে পরিণত করে। এটি ছিল ভয়ানক দৃশ্য। তথ্য : আল জাজিরা রাইজিংবিডি/ঢাকা/৭ সেপ্টেম্বর ২০১৮/সাইফুল