আন্তর্জাতিক

সিরীয় শরণার্থী নিয়ে ইউরোপকে তুরস্কের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : সিরীয় শরণার্থীদের নতুন ঢল নিয়ে ইউরোপকে সতর্ক করেছে তুরস্ক। শুক্রবার তুরস্ক, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার সঙ্গে চারপক্ষীয় শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র এ সতর্কবার্তা দিয়েছেন। মুখপাত্র ইব্রাহিম কালিন জানিয়েছেন, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে সামরিক অভিযান শুরু করলে নতুন করে তুরস্কে ও ইউরোপে শরণার্থীদের ঢল নামবে। তিনি বলেছেন,‘প্রত্যেকেরই সাধারণ লক্ষ্য হচ্ছে সামরিকের পরিবর্তে সমাধান রাজনৈতিকভাবে হতে হবে।’ কালিন জানিয়েছেন, সাধারণ অভিমত হচ্ছে ইদলিবে পূর্ণ সামরিক হামলা হলে মানবিক সংকট দেখা দেবে এবং শরণার্থীদের নতুন ঢল নামবে। শুক্রবার রাজধানী আঙ্কারায় সাংবাদিদের তিনি জানান, তুর্কি সরকার ইদলিবের বর্তমান অবস্থান রক্ষা করতে, বেসামরিকদের সুরক্ষা এবং মানবিক সংকট ঠেকাতে চাইছে। প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, শরণার্থীদের নতুন ঢল কেবল তুরস্কের জন্যই বোঝা হবে না।এটা এখান থেকে ইউরোপ পর্যন্ত সংকটের নতুন ধারবাহিকতা সৃষ্টি করবে। তাই কেউ এটা চায় না।’ প্রসঙ্গত, চলতি মাসের প্রথমদিকে ইদলিবে সিরিয়া সরকার ও রাশিয়া বিমান হামলা চালাতে শুরু করেছে। তুরস্ক বরাবরই এর বিরোধিতা করে আসছে। রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৮/শাহেদ