আন্তর্জাতিক

কলকাতার বাগরি মার্কেটে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাগরি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি গাড়ি। তবে রোববার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। মধ্য কলকাতার ক্যানিং স্ট্রিটের ঘিঞ্জি অঞ্চলে অবস্থিত বাগরি মার্কেট। স্থানীয়রা জানান, শনিবার মাঝরাতে আচমকা এক জায়গা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখেন তারা। তার পরই দেখা যায়, ভয়াবহ আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়েছে বাগরি মার্কেটের একাংশ। কলকাতা ফায়ার সার্ভিস অফিস জানিয়েছে, তাদের ৩০টি গাড়ি আগুন নেভানোর কাজ করছে। তবে আগুন লাগার ছয় ঘণ্টায়ও তা পুরোপরি নিয়ন্ত্রণে আসেনি। ভয়াবহ আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন কলকাতা মেয়র শোভন চট্টোপাধ্যায়। কলকাতার পুলিশ কমিশনারসহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুনের গ্রাসে মার্কেটের একাংশের ইমারতে থাকা কাঁচ ভেঙে পড়তে থাকে। মাঝেমধ্যে অল্প বিস্তর বিকট শব্দও শোনা যায়। এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে পূজার আগে এমন ভয়াবহ আগুনে ব্যবসায়ীদের বড় ক্ষতির মুখে পড়তে হবে। মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘এলাকাটি সংকীর্ণ ও জনাকীর্ণ। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যাচ্ছে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা সব রকম চেষ্টা করছেন। রাত ২টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগে বলে খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই আগুন লাগার আসল কারণ জানা যাবে। এটি তদন্ত করে দেখা হবে।’ আগুনের তীব্রতা এতটাই বেশি যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা বিল্ডিংয়ের জানালা ও শাটার ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন। তথ্য : এনডিটিভি ও জি নিউজ রাইজিংবিডি/ঢাকা/১৬ সেপ্টেম্বর ২০১৮/সাইফুল