আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ১২ বিদেশি নাবিক অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার জলসীমায় থাকায় একটি বাণিজ্যিক জাহাজ থেকে ১২ নাবিককে অপহরণ করেছে জলদস্যুরা। শনিবার সুইস মালিকানাধীন জাহাজটি থেকে তাদের অপহরণ করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জাহাজ পরিচালনাকারী সংস্থা মাসোয়েল শিপিং জানিয়েছে, তাদের ওই জাহাজের নাম এমভি গ্লারুস। জাহাজটি নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমের বাণিজ্যিক রাজধানী লাগোস থেকে গম নিয়ে দক্ষিণের নাইজার ডেল্টার হারকোর্ট বন্দরে যাচ্ছিল। এতে মোট ১৯ জন নাবিক ছিল। দস্যুরা ১২ জনকে অপহরণ করেছে। বনি আইল্যান্ড থেকে ৪৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে থাকতে জাহাজটিতে হামলার ঘটনা ঘটে। এতে বলা হয়েছে, ‘অপহৃতদের দ্রুত ও নিরাপদ উদ্ধারের জন্য জাহাজ কোম্পানি কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে।’ অপহৃত নাবিকরা কোনো দেশের তা প্রকাশ করেনি জাহাজ মালিক সংস্থাটি। তবে সুইজার‌ল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাহাজ কোম্পানি থেকে জানতে পেরেছেন নাবিকরা কেউ সুইজারল্যান্ডের নয়; সবাই বিদেশি। নাইজেরিয়ার নৌবাহিনী ও কোস্টগার্ড জানিয়েছে, তারা এই অপহরণের বিষয়ে কিছুই জানে না। তবে এ বিষয়ে তদন্ত করা হবে। রাইজিংবিডি/ঢাকা/২৩ সেপ্টেম্বর ২০১৮/শাহেদ