আন্তর্জাতিক

কিমের সঙ্গে দ্বিতীয় সম্মেলন শিগগিরই : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় সম্মেলন খুব বেশি দূরে নয়। নিকট ভবিষ্যতেই এ সম্মেলন হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জুন জায়ে-ইনের পাশে দাঁড়িয়ে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘অনেক অগ্রগতি হয়েছে। সম্পর্ক খুব ভালো এবং কিছু ক্ষেত্রে অসাধারণ।’ মাত্র এক বছর আগেই পারমাণবিক যুদ্ধের ব্যাপারে প্রকাশ্যেই কথা বলছিলেন ট্রাম্প ও কিম। তবে গত জুনে সিঙ্গাপুরে কিমের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের পর থেকে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটতে শুরু করে। এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক ভাষণে ট্রাম্প বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অতি শিগগিরই পরবর্তী সম্মেলন আয়োজন করবেন।’ তবে ঠিক কবে, কোথায় এ সম্মেলন হবে সে বিষয়ে কিছু বলেননি ট্রাম্প। উল্লেখ্য, সম্প্রতি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে তিন দিনের এক রাষ্ট্রীয় সফর সম্পন্ন করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। তথ্য : বিবিসি

       

রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৮/সাইফুল