আন্তর্জাতিক

মেক্সিকোতে ‘সর্ষের ভেতর ভূত’

আন্তর্জাতিক ডেস্ক : ভূত তাড়াতে মন্ত্রপড়া সর্ষে ব্যবহৃত হয়। তবে সেই সর্ষের ভেতরেই যদি ভূত ঢুকে বসে থাকে তাহলে তো বিপদ! এমনই ঘটেছে মেক্সিকো পুলিশে। সেখানে পুলিশে ঢুকে বসে আছে কুখ্যাত মাদক গ্যাংয়ের সদস্যরা। মাদক গ্যাংয়ের অনুপ্রবেশের সন্দেহে মেক্সিকোর উপকূলীয় আকাপুলকো শহরের পুরো পুলিশ ফোর্সকে নিরস্ত্র করা হয়েছে, পাশাপাশি তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। শুধু তাই নয়, সেখানকার দুই পুলিশ কমান্ডারের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। তারা পলাতক রয়েছেন, তাদের খোঁজ চলছে। মেক্সিকো কর্তৃপক্ষ জানিয়েছে, আকাপুলকো পুলিশের পরিবর্তে এখন রাজ্য পুলিশ ও সেনাবাহিনী ওই শহরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজ করবে। আকাপুলকো ধনী ও বিখ্যাত ব্যক্তিদের অবসর যাপনের জন্য অন্যতম জনপ্রিয় গন্তব্য। তবে সাম্প্রতিককালে সেটি মাদক ব্যবসার আস্তানায় পরিণত হয়েছে। তা ছাড়া, সেখানে হত্যাকাণ্ডও উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত বছর আকাপুলকোতে প্রতি ১ লাখ বাসিন্দার মধ্যে ১০৩ জন খুন হন, যা মেক্সিকোতে সর্বোচ্চ। গুয়েররো রাজ্যে আকাপুলকো শহরটি অবস্থিত। গুয়েররো মেক্সিকোর অন্যতম সহিংসতাপ্রবণ রাজ্য। এখানে অপরাধী গ্যাং বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ করে থাকে। তা ছাড়া, এ রাজ্যে হেরোইন তৈরির জন্য পপি চাষ করা হয়। তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/২৬ সেপ্টেম্বর ২০১৮/সাইফুল