আন্তর্জাতিক

জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যে হাসাহাসি

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্য শুনে উপস্থিত বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা হাসাহাসি করেছেন। বুধবার ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। ট্রাম্প তার ৩৪ মিনিটেরও বেশি সময় ধরে দেওয়া ভাষণের প্রথম দিকে দাবি করেন, দুই বছরের মধ্যে তার প্রশাসন যতটা সফলতা অর্জন করেছে আমেরিকার ইতিহাসে আর কোনো প্রশাসন তেমন সফলতা পায়নি। তার এই মন্তব্যে অধিবেশনে যোগ দেওয়া অতিথিরা হেসে ওঠেন। সরকার প্রধানদের এই প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘আপনাদের কাছ থেকে এ ধরনের প্রতিক্রিয়া আমি আশা করিনি। যা হোক ঠিক আছে।’ ট্রাম্পের এই কথায় আবারও হাস্যরসের ‍সৃষ্টি হয়। তবে এবার সম্ভবত ট্রাম্পকে সহানুভূতি জানাতেই হেসেছিলেন অতিথিরা। বুধবার ট্রাম্পের ভাষণের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করা হয়েছে। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে জাতীয় নিরাপত্তা সহযোগী হিসেবে কাজ করা বেন রোহডস টুইটারে লিখেছেন, ‘জাতিসংঘে আমেরিকান প্রেসিডেন্ট বৈশ্বিক এজেন্ডা নির্ধারণ করে। এখন ট্রাম্প হাসির খোড়াক হন।’ কমেডিয়ান ওয়ান্ডা সাইকস লিখেছেন, ‘বিশ্ব সত্যিকারের ডোনাল্ড ট্রাম্পের প্রতি হেসেছে।’ রাইজিংবিডি/ঢাকা/২৬ সেপ্টেম্বর ২০১৮/শাহেদ