আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় সুনামির ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশের পালুতে শুক্রবার ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। একইসঙ্গে আঘাত হেনেছে সুনামি। দুই মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে উপকূলীয় এলাকাগুলোতে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা নিহতের সংখ্যা ৩৮৪ বলে জানিয়েছে। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে। ২০০৪ সালের ২৬শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে সমুদ্রগর্ভে যে ভূমিকম্প হয়েছিল রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৯ দশমিক ১ থেকে ৯ দশমিক ৩। সুনামির জলোচ্ছ্বাস কোথাও কোথাও ৩০ মিটার অবধি উঁচু হয়ে বেলাভূমিতে আছড়ে পড়ে। ধ্বংস হয়ে যায় বাড়িঘর, ভাসিয়ে নিয়ে যায় হাজার হাজার মানুষজনকে। ওই ঘটনায় ১৪টি দেশের ২, লাখ ৩০ হাজার থেকে ২ লাখ ৮০ হাজার জন মানুষ মারা যায়। শুক্রবারের সুনামির ভিডিও : রাইজিংবিডি/ঢাকা/২৯ সেপ্টেম্বর ২০১৮/শাহেদ