আন্তর্জাতিক

গ্রিসে অভিবাসীবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসে অবৈধ অভিবাসীদের বহনকারী একটি গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে। শনিবার দেশটির ‍পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়িটি গ্রিসের উত্তরে থেসালোনিকি এলাকার দিকে যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে আসা ট্রাকটি যাচ্ছিল কাভালা শহরের দিকে। সংঘর্ষের পর গাড়িটিতে আগুন ধরে যায়। তবে ট্রাকচালক আগুন থেকে রক্ষা পেয়েছে। পুলিশ গাড়িটির ভেতর থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ আরো জানিয়েছে, দুর্ঘটনার শিকার ওই গাড়িটিতে করে এর আগেও অভিবাসীদের পাচার করা হয়েছে। শনিবার ভোরে গাড়িটিকে একটি তল্লাশি চৌকিতে পুলিশ থামানোর চেষ্টা করেছিল। তবে এটি পালিয়ে যেতে সক্ষম হয়। এর আগে গত জুনে কাভালা শহরে অবৈধ অভিবাসীদের বহনকারী একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছিল। ওই ট্রাকটিতে থাকা ১৬ অভিবাসী এ দুর্ঘটনায় নিহত হয়। এসব অভিবাসীদের অধিকাংশই ছিল সিরিয়া ও ইরান থেকে আসা। রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৮/শাহেদ