আন্তর্জাতিক

খাশোগি নিখোঁজের ‘সত্য’ প্রকাশের দাবি জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক : সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের ব্যাপারে ‘সত্য’ তথ্য দাবি করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেছেন। জাতিসংঘ মহাসচিব আশংকা প্রকাশ করে বলেছেন, এ ধরণের নিখোঁজ হয়তো নিয়মিত হয়ে যেতে পারে এবং এসব ঘটনা ‘নতুন স্বাভাবিক’ হতে পারে। বালিতে আইএমএফের বৈঠকের ফাঁকে দেওয়া সাক্ষাৎকারে গুতেরেস বলেছেন, ‘সত্যটিকে সুস্পষ্ট করতে আমাদের শক্তিশালী অনুরোধ প্রয়োজন।’ তিনি বলেন, ‘আমাদের জানতে হবে ঠিক কী ঘটেছিল, আমাদের জানতে হবে এর জন্য দায়ী কে এবং এ ধরণের পরিস্থিতিতে আমরা যখন বহুকরণ দেখি আমার মনে হয় আমাদের অবশ্যই একটি পথ বের করা উচিৎ যাতে দায়ও দাবি করা হয়।’ জাতিসংঘ মহাসচিব জানান, তার বিশ্বাস আইনি প্রক্রিয়া দায় নিশ্চিতে সমর্থ্য হবে। তবে ‘আমি অবশ্যই বলতে চাই এগুলো নতুন স্বাভাবিক হতে পারে বলে আশংকা বোধ করছি।’ তিনি বলেন, ‘কারণ এ ধরণের ঘটনা বাড়ছে এবং অবশ্যই নিশ্চিত করতে হবে যে এ ধরণের কিছু ঘটবে না তা আর্ন্তজাতিক সম্প্রদায়কে সুস্পষ্ট করে বলতে হবে।’ গত ২ অক্টোবর খাশোগি তার তুর্কি বাগদত্তাকে বাইরে দাঁড় করিয়ে রেখে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন। সৌদি নাগরিক খাশোগি সেখানে তার প্রথম বিয়ের তালাকের কাগজপত্র সংগ্রহ করতে গিয়েছিলেন। খাশোগি কনস্যুলেট থেকে আর বের হননি বলে ওই দিন বিকেলে জানান তার বাগদত্তা। তুরস্কের দাবি, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতরে হত্যার পর তার লাশ সরিয়ে ফেলা হয়েছে। শনিবার তুরস্কের দাবিকে ‘মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ’ বলে উড়িয়ে দিয়েছেন সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নাইফ বিন আব্দুল আজিজ। তিনি বলেছেন, সৌদি আরব সরকারও খাশোগিকে নিয়ে ‘পুরো সত্য উদঘাটন করতে আগ্রহী। সৌদি সরকার এ হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।’ রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৮/শাহেদ