আন্তর্জাতিক

‘দুর্বৃত্তরা’ খাশোগিকে হত্যা করে থাকতে পারে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত মন্তব্য করে বলেছেন, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে ‘দুর্বৃত্তরা’ হত্যা করে থাকতে পারে। তবে এই দুর্বৃত্ত কারা তা তিনি বলেননি কিংবা এই বক্তব্যের স্বপক্ষে কোনো প্রমাণ তিনি দিতে পারেননি। সোমবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন। ট্রাম্প জানান, খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে সৌদি আরবের বাদশাহ সালমানের সাথে কথা হয়েছে তার। বাদশাহ এই হত্যাকাণ্ডে সৌদির জড়িত থাকার কথা দৃঢ়ভাবে নাকচ করেছেন। বাদশাহ জানিয়েছেন, খাশোগির সাথে কী হয়েছে তা তারা জানেন না। খাশোগি নিখোঁজের ঘটনায় বাদশাহ সালমানের সাথে সাক্ষাৎ করতে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে পাঠাচ্ছেন ট্রাম্প। পম্পেও বাদশাহ সালমানের সঙ্গে বৈঠকের পর তুরস্ক সফরে যাবেন। তুরস্কের কর্মকর্তাদের অভিযোগ, খাশোগিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যার পর তার লাশ কেটে টুকরো টুকরো করে গুম করা হয়েছে। এ অভিযোগ অস্বীকার করছে সৌদি আরব। এদিকে, অনুমতি পাওয়ার পর মঙ্গলবার সারা রাত সৌদি কনস্যুলেটে অনুসন্ধান চালানোর পর ভোরে কনস্যুলেট ত্যাগ করেছে তুরস্কের পুলিশ। তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৮/সাইফুল