আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি ছিন্ন করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক পরমাণু অস্ত্র চুক্তি ছিন্ন করবে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নেভাডায় এক প্রচারণা র‌্যালি শেষে বক্তৃতাকালে ট্রাম্প এ কথা বলেন। ‘দি ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি’ নামের ওই চুক্তি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচেভের মধ্যে ১৯৮৭ সালে স্বাক্ষরিত হয়েছিল। কয়েক দশকের পুরোনো চুক্তিতে পরমাণু অস্ত্রের বিস্তার রোধের কথা বলা হয় ও ভূ-উৎক্ষেপিত মধ্যম সারির (৫০০ কিলোমিটার থেকে সাড়ে ৫ হাজার কিলোমিটার রেঞ্জের) ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়। বহু দিন ধরেই দুই দেশ একে অন্যের বিরুদ্ধে এই চুক্তি লঙ্ঘনের কথা বলে আসছিল। নাভাডার এলকোকে বক্তৃতাকালে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘রাশিয়া এই চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করছে না।’ তিনি বলেন, ‘আমরা চুক্তি বাতিল করতে যাচ্ছি এবং এটি থেকে বের হয়ে যাচ্ছি।’ এর প্রকৃত অর্থ কী, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদেরকে এসব অস্ত্র উৎপাদন করতে হবে।’ ট্রাম্প এমন এক সময় এই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার কথা বললেন যখন তার নিরাপত্তা উপদেষ্টা জন বোলটন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো রয়েছেন। এই বছরের শেষ দিকে ট্রাম্প ও পুতিনের মধ্যে দ্বিতীয় বৈঠক আয়োজনের জন্যই বোলটন রাশিয়া সফর করছেন। তথ্য : আল জাজিরা ও বিবিসি রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৮/সাইফুল