আন্তর্জাতিক

খাশোগি হত্যা : একদিনের ব্যবধানে ১৮০ ডিগ্রিতে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি আরবের ভূমিকা নিয়ে এক দিনের ব্যবধানে ১৮০ ডিগ্রি বিপরীতে অবস্থান নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রাম্প জানান, জামাল খাশোগি হত্যায় সৌদি আরবের ব্যাখ্যায় তিনি সন্তুষ্ট নন। শুক্রবার খাশোগিকে হত্যার কথা পরোক্ষভাবে স্বীকার করে নিয়ে সৌদি আরব তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে বলে, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, সাংবাদিক জামাল খাশোগি কনস্যুলেটে লড়াইয়ের পর নিহত হন।’ এরপর শুক্রবার ট্রাম্প বলেছিলেন, ‘যা ঘটেছে তা অগ্রহণযোগ্য। তবে সৌদি আরব আমাদের খুব বড় মৈত্রী। এ হত্যার ঘটনায় গ্রেপ্তার খুব গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ।’ খাশোগি হত্যায় খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে ট্রাম্প সৌদি আরবের প্রশংসা করেন। তিনি বলেন, ‘খাশোগির ঘটনায় সৌদি আরবের ব্যাখ্যা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে।’ তবে শনিবার ট্রাম্প বলেন, ‘আমরা সবাই উত্তর খুঁজে পাওয়ার আগ পর্যন্ত আমি সন্তুষ্ট নই।’ তবে ট্রাম্প এদিনও বলেন, ‘সৌদি আরবের ওপর অবরোধ আরোপ করা যায়, তবে অস্ত্র চুক্তি স্থগিত হলে তা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রভাব ফেলবে।’ তিনি জানান, হতে পারে যে ক্ষমতাধর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ হত্যার ব্যাপারে কিছু জানেন না। তথ্য : বিবিসি, রয়টার্স রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৮/সাইফুল