আন্তর্জাতিক

জামাল খাশোগির ছেলেকে দেশ ত্যাগ করতে দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সৌদি কনসুলেটের ভেতর খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগির জ্যেষ্ঠ ছেলে সালাহ দেশ ছেড়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সৌদি-মার্কিন দ্বৈত নাগরিক সালাহর ওপর রিয়াদের ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই নিষেধাজ্ঞা তুলে নিতে চাপ প্রয়োগ করার পর বুধবার তাকে স্বপরিবারে দেশত্যাগের সুযোগ দেয় সৌদি। বৃহস্পতিবার সালাহ ওয়াশিংটনে পৌঁছেছেন বলে তার পরিবার সংশ্লিষ্ট দুটি সূত্র নিশ্চিত করেছে। তার মা ও তিন ভাইবোন আগেই সেখানে অবস্থান করছিলেন। সালাহ যুক্তরাষ্ট্রে এসে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র রবার্ট পালাদিনো জানান, সালাহর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিতে পম্পেও রিয়াদকে অনুরোধ জানিয়েছিলেন। পম্পেও সৌদি নেতাদের বলেছিলেন,‘তিনি চান সালাহ খাশোগি যুক্তরাষ্ট্রে ফিরে আসুক।’ মুখপাত্র রবার্ট পালাদিনো জানান, ২ অক্টোবর ইস্তাম্বুলের কনসুলেটের ভেতর কী ঘটেছিল, তা জানতে সৌদি আরবের ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘জামাল খাশোগি হত্যাকাণ্ডে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে আমরা মার্কিন কংগ্রেসের সঙ্গে পরামর্শ এবং অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে  ইচ্ছুক।’ রাইজিংবিডি/ঢাকা/২৬ অক্টোবর ২০১৮/শাহেদ