আন্তর্জাতিক

স্পেনে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের বার্সেলোনা শহরের বাইরে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪৪ জন। মঙ্গলবার দেশটির জরুরি সেবা বিভাগ এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছে। ট্রেন কোম্পানি রেনফের এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৬টার পর উত্তর পূর্বাঞ্চলীয় শহর টেরাসা ও মানরেসা মধ্যবর্তী এলাকায় ভূমিধসের কারণে ট্রেনের সংঘর্ষ হয়। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের নিচ থেকে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত কয়েকদিনে প্রবল বৃষ্টিপাতের কারণে স্পেনের উত্তরাঞ্চলে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। ২০১৩ সালে মাদ্রিদ থেকে স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে যাওয়ার সময় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৭৯ জন নিহত হয়। ওই ঘটনায় আহত হয় আরো ১৪০ জন। কয়েক দশকের মধ্যে এটি ছিল স্পেনের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। রাইজিংবিডি/ঢাকা/২০ নভেম্বর ২০১৮/শাহেদ