আন্তর্জাতিক

বিদেশি শ্রমিক নিয়োগ আইন পাশ জাপানে

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি শ্রমিক নিয়োগের সুযোগ রেখে বিতর্কিত এক নতুন আইন অনুমোদন দিয়েছে জাপানের পার্লামেন্ট। শ্রম সংকট মেটাতেই এই উদ্যোগ নিয়েছে জাপান সরকার। আগামী বছরের এপ্রিল থেকে অবকাঠামো, কৃষি ও নার্সিংয়ের মতো পেশায় বিদেশি শ্রমিকদের কাজের সুযোগ দেওয়া হবে। অভিবাসন বিষয়ে জাপানের অবস্থান কট্টর। তবে দেশটিতে বৃদ্ধ মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় কাজের জন্য অনেক বেশি বিদেশি শ্রমিক প্রয়োজন বলে মনে করছে সরকার। বিরোধী দলগুলো অবশ্য বলছে, নতুন আইনের কারণে নবাগতরা শোষণের শিকার হবে। নতুন পদ্ধতির আওতায় তিন লাখের বেশি বিদেশি শ্রমিক কাজ করার সুযোগ পাবেন। এই আইনে নতুন দুই ধরনের ভিসা পদ্ধতি রাখা হয়েছে। প্রথম পদ্ধতিতে একটি নির্দিষ্ট ধাপ পর্যন্ত কাজের দক্ষতা ও জাপানি ভাষায় কিছুটা দক্ষতা থাকলে শ্রমিকরা পাঁচ বছরের জন্য কাজ করার সুযোগ পাবেন। আর দ্বিতীয় ধাপে যারা উচ্চমাত্রায় দক্ষ বা পেশাদার, তারা শেষ পর্যন্ত নাগরিকত্ব চেয়ে আবেদন করতে পারবেন। রাইজিংবিডি/ঢাকা/৮ ডিসেম্বর ২০১৮/শাহেদ