আন্তর্জাতিক

আন্দোলনকারীদের শান্ত করতে পিছু হটলেন ম্যাক্রো

আন্তর্জাতিক ডেস্ক : আন্দোলনকারীদের শান্ত করতে সর্বনিম্ন বেতন বাড়ানো ও সামাজিক নিরাপত্তা কর বৃদ্ধি বাতিলের ঘোষণা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এর মধ্য দিয়ে আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে কার্যত নিজের অবস্থান থেকে পিছু হটলেন তিনি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে টানা চার সপ্তাহের আন্দোলন সহিংস রূপ নিলে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট ম্যাক্রো। সেখানে তিনি জানান, যাদের পেনশন ২ হাজার ইউরোর নিচে তাদেরকে সামাজিক নিরাপত্তা কর দিতে হবে না। ভাষণকালে ম্যাক্রো স্বীকার করে নেন, নিজের আগের কিছু বিবৃতিতে তিনি লোকজনকে ‘ব্যথিত’ করে থাকতে পারেন। তিনি জানান, তিনি সম্পদের ওপর কর পুনরায় আরোপ করবেন না এবং নিজের সংস্কার এজেন্ডায় ফিরে যাবেন না। ম্যাক্রো জানান, ২০১৯ সালের শুরু থেকেই তিনি পেনশন ও বেকারত্ব ভাতা বৃদ্ধি ও জনগণের ব্যয় কমাতে কাজ করবেন। ম্যাক্রো বলেন, ‘আমরা অর্থনৈতিক ও সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে শক্ত পদক্ষেপ নেব। কর কমানো হবে, আমাদের ব্যয় সাধ্যের মধ্যে রাখা হবে এবং আমরা ইউ-টার্ন নেব না।’ ম্যাক্রো জানান, ২০১৯ সালে জনগণের সর্বনিম্ন বেতন মাসে কমপক্ষে ১০০ ইউরো বাড়ানো হবে। নিয়োগকারীদের ব্যয় বৃদ্ধি না করেই এটি করা হবে। ম্যাক্রোর শ্রম মন্ত্রী জানান, উচ্চ পদে বেতন কমিয়ে এটি করা হবে। ম্যাক্রো বলেন, ‘আমরা এমন এক ফ্রান্স চাই যেখানে মর্যাদা নিয়ে বাস করতে পারব।’ তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৮/সাইফুল