আন্তর্জাতিক

তুরস্কে ট্রেনের সঙ্গে ইঞ্জিন গাড়ির সংঘর্ষে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে একটি দ্রুত গতির ট্রেনের সঙ্গে ইঞ্জিন গাড়ির সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪৬ জন। বৃহস্পতিবার আঙ্কারায় এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে ট্রেনটি রাজধানী আঙ্কারা থেকে কনেয়া প্রদেশের দিকে যাচ্ছিল। আঙ্কারার প্রধান স্টেশন পাঁচ মাইল দূরে মারসান্দিজ স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আঙ্কারার গভর্নর ভাসিপ সাহিন সাংবাদিকদের বলেছেন, ‘৪৩ জন আহত হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের সাত নাগরিক নিহত হয়েছে।’ গভর্নর আরো জানান, ওই স্থানে রেলপথ তদারকি করছিল ইঞ্জিন গাড়িটি। এসময় দ্রুত গতির ট্রেনটির সঙ্গে ইঞ্জিন গাড়িটির সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে ট্রেনের চালক রয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, ট্রেনের অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়েছে। একটি পদচারী সেতুর অংশবিশেষ ট্রেনটির ওপর ভেঙ্গে পড়েছে। দুর্ঘটনার সময় ট্রেনটি কেমন গতিতে ছিল তা জানা যায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও ঘটনাস্থলে আর কোনো মৃতদেহ নেই বলে জানিয়েছেন গভর্নর। রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৮/শাহেদ