আন্তর্জাতিক

‘পুরোটা নয়, পশ্চিম জেরুজালেম ইসরায়েলের রাজধানী’

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন নিশ্চিত করেছেন যে, তার সরকার পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। তবে পুরো জেরুজালেমকে নয়। তবে তিনি জানান, ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত তার সরকার অস্ট্রেলিয়ার দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নেবে না। স্কট মরিসন আরো জানান, পূর্ব জেরুজালেম রাজধানীসহ একটি রাষ্ট্র প্রতিষ্ঠার ফিলিস্তিনিদের প্রত্যাশাকেও অস্ট্রেলিয়া স্বীকার করে। জেরুজালেম ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বিবাদমান ইস্যুগুলোর মধ্যে অন্যতম। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি এবং গত মে মাসে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেম স্থানান্তরের মাধ্যমে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার জন্ম দেন। তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৮/সাইফুল