আন্তর্জাতিক

প্যারিসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে টিয়ারগ্যাস

আন্তর্জাতিক ডেস্ক : পঞ্চম সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের সঙ্গে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শনিবার পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, শনিবার প্যারিসে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হয়। চ্যাম্পস এলিসিতে ব্যারিকেড ভেঙ্গে এগুনোর চেষ্টা করলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছোড়ে। সহিংসতার আশঙ্কায় প্যারিসের বিখ্যাত সড়কগুলোর কাছে থাকা দোকানগুলো বন্ধ রাখা হয়েছে। তবে ল্যুভর জাদুঘর ও আইফেল টাওয়ার খোলা রাখা হয়েছে। শনিবার সকালের দিকে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরেমি নামে ২৮ বছরের এক বিক্ষোভকারী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘সর্বশেষ আমরা এখানে করের জন্য এসেছিলাম। এবার এসেছি প্রতিষ্ঠানগুলোর জন্য-আমরা আরো বেশি প্রত্যক্ষ স্বাধীনতা চাই।’ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে শনিবার ৬৯ হাজার পুলিশ দায়িত্ব পালন করবেন। জ্বালানি তেলে কর বৃদ্ধির প্রতিবাদে নভেম্বরের মাঝামাঝি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সরকারের বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের ‘হলুদ জ্যাকেট’ পরিধান করে আন্দোলন শুরু হয়। এরপর এ আন্দোলন ছড়িয়ে পড়ে জীবনযাত্রার মানের ব্যয় বৃদ্ধির প্রতিবাদেও। ক্রমান্বয়ে আন্দোলনটি সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। আন্দোলনকারীদের শান্ত করতে গত সপ্তাহে সর্বনিম্ন বেতন বাড়ানো ও জ্বালানি তেলের ওপর কর বৃদ্ধি বাতিলের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে এরপরেও আন্দোলনকারীরা পিছু হটছে না। রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৮/শাহেদ