আন্তর্জাতিক

মার্কিন সিনেট মিথ্যা অভিযোগে হস্তক্ষেপ করছে : সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : রিয়াদের নেতৃত্বাধীন ইয়েমেন যুদ্ধের ইতি টানতে মার্কিন সামরিক সহায়তা বন্ধে এবং সাংবাদিক জামাল খাশোগি হত্যায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করতে মার্কিন সিনেটের প্রস্তাবের নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সিনেটের এমন পদক্ষেপকে ‘মিথ্যা অভিযোগের ওপর ভিত্তি করে হস্তক্ষেপ’ বলে অভিহিত করেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে আনীত এই প্রস্তাব অনেক বেশি প্রতীকী এবং এটি আইনে পরিণত হবে না বলেই ধারণা করা হচ্ছে। তবে সিনেট সৌদি আরবের বিরুদ্ধে মার্কিন আইনপ্রণেতাদের ক্ষোভ যে রয়েছে, সে বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্কবার্তা পাঠিয়েছেন। যুক্তরাষ্ট্রের সিনেটের এমন পদক্ষেপের প্রেক্ষিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, ‘সৌদি আরব মার্কিন সিনেটের সর্বশেষ অবস্থানের নিন্দা জানাচ্ছে। এই ধরনের অবস্থান মিথ্যা অভিযোগের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। সৌদি আরব তাদের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো বাহিরের হস্তক্ষেপ সম্পূর্ণ প্রত্যাখ্যান করে।’ সৌদি আরবের এমন বিবৃতির পর এখনো কোনো মন্তব্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া যায়নি। তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/১৭ ডিসেম্বর ২০১৮/সাইফুল