আন্তর্জাতিক

সুদানে ক্ষমতাসীন দলের কার্যালয়ে অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক : রুটির দাম বৃদ্ধি ও জ্বালানি তেলের সংকটের প্রতিবাদে সুদানের ক্ষমতাসীন দলের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে, রাজধানী খার্তুম থেকে ৩২০ কিলোমিটার উত্তরে আতবারা এলাকায় ক্ষমতাসীন ন্যাশনাল কনফারেন্স পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রুটির দাম এক সুদানি পাউন্ড থেকে তিন পাউন্ডে বৃদ্ধি পাওয়ার পর বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করে। রেড সি রাজ্যের রাজধানী পোর্ট সুদানেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা ‘শাসকদের ক্ষমতাচ্যুত করো’ শ্লোগানও দিয়েছে। ২০১১ সালে আরব বসন্তের সময় একই ধরনের শ্লোগান দিয়েছিল বিক্ষোভকারীরা। নাইল রিভার রাজ্যের গভর্নর হাতেম আল-ওয়াসিলাহ জানিয়েছেন, আতবারা শহরে সকাল-সন্ধ্যা কারফিউ জারি করা হয়েছে। তিনি বলেন, ‘বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল এবং পরে এটি সহিংস ও দাঙ্গা-হাঙ্গামায় রূপ নেয়। আমরা জরুরি অবস্থা ও কারফিউ জারি করেছি এবং শহরের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।’ রাইজিংবিডি/ঢাকা/২০ ডিসেম্বর ২০১৮/শাহেদ