আন্তর্জাতিক

এতনায় উদগিরণের মাঝেই সিসিলিতে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের সবচেয়ে সচল আগ্নেয়গিরি মাউন্ট এতনায় উদগিরণের মাঝেই সিসিলি দ্বীপে ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার ভোররাত ৩টা ১৯ মিনিটে সিসিলিতে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে দুইজন আহত হয়েছেন বলে ইতালির সংবাদমাধ্যমে বলা হয়েছে। এই সিসিলি দ্বীপেই মাউন্ট এতনা অবস্থিত। সোমবার থেকে মাউন্ট এতনায় আগ্ন্যুৎপাত শুরু হয়। এর পর থেকে সিসিলিতে প্রায় এক ডজন ভূমিকম্প আঘাত হানে, যাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল মঙ্গলবার রাতেরটি। ভূমিকম্পের ফলে ৩ লাখ অধিবাসীর কাতানিয়া শহরের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, অগ্ন্যুৎপাতের ছাইয়ে আগ্নেয়গিরিটির নিকটবর্তী কয়েকটি গ্রাম ছেয়ে গেছে। ছাই ও ধোঁয়ার কারণে কাতানিয়া থেকে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। মাউন্ট এতনার পাদদেশে বসবাসকারী লোকজনকে দ্রুত অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তথ্য : বিবিসি

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ ডিসেম্বর ২০১৮/সাইফুল