আন্তর্জাতিক

মুম্বাইয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হয়েছে। বৃহস্পতিবার মুম্বাইয়ের সবচেয়ে বড় উপশহর চেমবুরে এ ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন জানিয়েছে, আবাসিক এলাকাটি তিলক নগরের গনেশ গার্ডেন এলাকার কাছে অবস্থিত। সারগাম সোসাইটির ‘বি’ ব্লকের ৩৫ নম্বর ভবনের ১১ তলায় স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার পরপর অগ্নিনির্বাপন বাহিনীর ১৫টি যান সেখানে ছুটে যায়। রাতেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনটি থেকে গুরুতর আহত অবস্থায় পাঁচ বয়োবৃদ্ধ লোককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তাদের মৃত্যু হয়। এছাড়া আরেক বৃদ্ধ ও অগ্নিনির্বাপন বাহিনীর এক কর্মী হাসপাতালে ভর্তি আছে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের সময় এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া ওই সময় ভবনটির অগ্নিনির্বাপন ব্যবস্থা কাজ করেনি বলেও অভিযোগ উঠেছে। রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৮/শাহেদ