আন্তর্জাতিক

‘অবরোধ অব্যাহত থাকলে নিরস্ত্রীকরণের পথ পরিবর্তন’

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছেন, অবরোধ অব্যাহত থাকলে নিরস্ত্রীকরণের গতিপথ পরিবর্তন হয়ে যাবে। তিনি জানান, উত্তর কোরিয়া নিরস্ত্রীকরণের প্রতি প্রতিশ্রুতিশীল। তবে যু্ক্তরাষ্ট্রের পদক্ষেপের ওপর তা নির্ভর করছে। নববর্ষে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় কিম জং উন এ সতর্কবার্তা উচ্চারণ করেন। গত বছরের নববর্ষ ভাষণে কিম উন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অভূতপূর্ব ঘোষণা দিয়েছিলেন। গত বছরের জুনে সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে পারবাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে আলোচনা করেন কিম ‍উন। তবে এরপর থেকে সেই পথে অর্জন হয়েছে সামান্যই। তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/১ জানুয়ারি ২০১৯/সাইফুল