আন্তর্জাতিক

‘তাইওয়ান চীনের অংশ, কেউ পরিবর্তন করতে পারবে না’

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ‘তাইওয়ান যে চীনের অংশ তা কেউ পরিবর্তন করতে পারবে না। আর তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করা নিশ্চিত করতে সামরিক শক্তির ব্যবহার একটি বিকল্প হিসেবে সবসময়ই সামনে রাখা হবে।’ বুধবার স্বায়ত্তশাসিত তাইওয়ানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে একটি নীতিসংবলিত বিবৃতির ৪০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক ভাষণে জিনপিং এ কথা বলেন। তাইওয়ানকে চীন মনে করে তাদের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি প্রদেশ। তাইওয়ানিজদের উদ্দেশে নিজের প্রথম গুরুত্বপূর্ণ ভাষণে জিনপিং বলেন, “যারা ‘দুই চীন’ অথবা ‘একটি চীন অপরটি তাইওয়ান’ অথবা ‘স্বাধীন তাইওয়ান’ মতবাদের ষড়যন্ত্রে লিপ্ত আমরা তাদের ঘোর বিরোধী।” বেইজিংয়ে ভাষণকালে তিনি বলেন, ‘আমরা স্বাধীনতাকামী কিংবা বিচ্ছিন্নতাবাদীদের পরাজিত করে বিশাল জয় অর্জন করতে সমর্থ হয়েছি। তাইওয়ান যে চীনের অংশ এবং ওই প্রণালীর দুই পাশের অঞ্চলও যে চীনের, এই ঐতিহাসিক ও বৈধ সত্যকে কোনো দল কিংবা কেউই পরিবর্তন করতে পারবে না।’ শি জিনপিং আরো বলেন, ‘চীনের সঙ্গে তাইওয়ানের শান্তিপূর্ণ পুনর্মিলনে কোনো বহিরা শক্তি হস্তক্ষেপ করলে কিংবা তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীরা বাধা দিলে চীনের কাছে প্রয়োজনীয় বিকল্প সকল পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।’ তথ্য : আল জাজিরা রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৯/সাইফুল