আন্তর্জাতিক

বিশাল বিনোদন কেন্দ্র নির্মাণ করছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী রিয়াদে বিশালাকারে বিনোদন কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছে সৌদি আরব। রাষ্ট্রীয় অর্থে জনগণের চিত্তবিনোদনের এ কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে বুধবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, এক লাখ বর্গমিটারের এই কমপ্লেক্সটি নির্মাণ করবে সৌদি এন্টারটেনমেন্ট ভেঞ্চার কোম্পানি (সেভেন)। রাষ্ট্রীয় আর্থিক তহিবলের আনুকুল্যে পরিচালিত এই প্রতিষ্ঠান সায়ত্ত্বশাসিত সংস্থা। এই কমপ্লেক্সে খেলাধুলা, সরাসরি অনুষ্ঠান সম্প্রচার ব্যবস্থা, রেস্টুরেন্ট ও সিনেমা হল থাকবে। এই প্রকল্পে কী পরিমাণ অর্থ খরচ হবে সে ব্যাপারে অবশ্য কিছুই জানানো হয়নি। সৌদি সরকারি বিনিয়োগ তহবিল গত বছর সেভেন প্রতিষ্ঠা করে। এর প্রাথমিক মূলধন ছিল ২৬৭ কোটি মার্কিন ডলার। এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য আমেরিকান বহুজাতিক বিনোদন সংস্থা ডিজনির প্রাক্তন নির্বাহী বিল আর্নেস্টকে নিয়োগ দেওয়া হয়েছিল। আগামী কয়েক বছরের মধ্যে দেশজুড়ে ২০টি বিনোদন কেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। গত চার দশক পর সৌদি আরবে প্রথম সিনেমা হল চালু করেছে সেভেন। রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৮/শাহেদ