আন্তর্জাতিক

চাঁদের অন্ধকার পাশে চীনা যানের অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক : চাঁদের অন্ধকার পাশে রোবটিক যানের সফল অবতরণ করিয়েছে চীন। এর মাধ্যমে প্রথমবারের মতো চাঁদের অদেখা অংশে রোবটযান অবতরণ করলো। চীনের সরকারি গণমাধ্যম জানিয়েছে, বেইজিং সময় সকাল ১০টা ২৬ মিনিটে মানুষবিহীন চাং’ই-৪ নামের রোবটযান চাঁদের দক্ষিণ গোলার্ধের এইটকেন বেসিনে অবতরণ করেছে। এই রোবটযানটি চাঁদের অনাবিস্কৃত এই অঞ্চলের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণের পাশাপাশি ও জৈব পরীক্ষা চালাবে। চাঁদের অন্ধকার পাশে রোবটযানের এই সফল অবতরণকে মহাকাশ গবেষণার জন্য এক বিশাল পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে চাঁদে একাধিক মহাকাশ যান পাঠানো হয়েছে। তবে এগুলোর কোনোটিই চাঁদে অবতরণ করেনি। সর্বশেষ ১৯৭২ সালে অ্যাপোলো-১৭ চাঁদে অবতরণ করেছিল। চীনের সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চাং’ই-৪ ইতোমধ্যে চাঁদের অন্ধকার পৃষ্ঠের প্রথম ছবি পাঠিয়েছে।  রোবটযানটি গত ৭ ডিসেম্বর সিচ্যাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি লুনার কক্ষপথে প্রবেশ করে ১২ ডিসেম্বর। রাইজিংবিডি/ঢাকা/৩ ডিসেম্বর ২০১৮/শাহেদ