আন্তর্জাতিক

আকস্মিক পদত্যাগের ঘোষণা বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক : আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। মেয়াদ পূর্ণ হওয়ার প্রায় তিন বছর আগেই সোমবার এ পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। সিএনএন ও বিবিসি জানিয়েছে, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের এ পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর হবে ১ ফেব্রুয়ারি থেকে। আর বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। বিশ্ব ব্যাংকের এক বিবৃতিতে কিমের পদত্যাগের কথা জানানো হয়। তবে তার পদত্যাগের কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। গত ছয় বছর ধরে বিশ্ব ব্যাংকের নেতৃত্ব দিয়ে আসছিলেন ৫৯ বছরের জিম ইয়ং কিম । ২০১৭ সালে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পান তিনি। সে হিসেবে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে ২০২২ সাল পর্যন্ত তার দায়িত্ব পালনের কথা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় বিশ্ব ব্যাংকের দায়িত্বে আসেন কিম। শুরু থেকে তিনি পরিবেশবান্ধব জ্বালানি প্রকল্পে অর্থায়নের ওপর জোর দিয়ে আসছিলেন। তার সময়ে কয়লা বিদ্যুতে বিশ্ব ব্যাংকের অর্থায়নও অনেক কমিয়ে আনা হয়েছিল। কিন্তু উন্নয়নে অর্থায়ন ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে মতবিরোধের মধ্যেই পদত্যাগ করলেন কিম। এক ইমেইল বার্তায় কিম বিশ্ব ব্যাংকে তার সহকর্মীদের জানিয়েছেন, দায়িত্ব ছাড়ার পর একটি বেসরকারি ফার্মে যোগ দেবেন তিনি, যারা উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো খাতে বিনিয়োগ নিয়ে কাজ করে। তিনি বলেন, বিশ্ব থেকে চরম দারিদ্র্য দূর করার চেষ্টায় বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন ছিল তার জন্য ‘অনেক বড় সম্মানের’। রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৯/এনএ