আন্তর্জাতিক

৬ জনকে হত্যার দায় স্বীকার উবার চালকের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের এক উবার চালক ছয়জনকে হত্যার দায় স্বীকার করেছেন। ২০১৬ সালে মিশিগান রাজ্যে গুলি চালিয়ে নির্বিচারে ওই ছয়জনকে হত্যা করেন তিনি। সোমবার জ্যাসন ডালটন (৪৮) নামের ওই উবার চালক হত্যা, হত্যাচেষ্টা ও আগ্নেয়াস্ত্রের অপরাধের দায় স্বীকার করে আদালতে আবেদন করেন। মিশিগানের কালামাজু শহরে হত্যার শিকার ওই ছয়জনের মধ্যে চারজনকে একটি রেস্টুরেন্টে এবং দুইজনকে গাড়ি লেনদেনের সময় হত্যা করেন ডালটন। ডালটন প্রাথমিকভাবে উবার অ্যাপকে তার ‘মন ও শরীর নিয়ন্ত্রণের’ জন্য দায়ী করেছিলেন। তবে বিচার শুরু হওয়ার ঠিক আগে নিজেকে দোষী স্বীকার করে ‘গিলটি প্লি’ বা ‘অপরাধ স্বীকার করে কম সাজা প্রার্থনা’ করেন। মার্কিন কৌঁসুলিরা জানিয়েছেন, ডালটনের ‘গিলটি প্লি’ এর ক্ষেত্রে তার সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো হয়নি। ডালটনের বিরুদ্ধে ছয়টি হত্যা, দুটি হত্যাচেষ্টা ও আগ্নেয়াস্ত্র অপব্যবহারের আটটি অভিযোগ আনা হয়েছে। তাকে এখন কোনো প্যারোল ব্যতীত বাধ্যতামূলক যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে। তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৯/সাইফুল