আন্তর্জাতিক

দামেস্কে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে সিরিয়া। শুক্রবার রাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সিরিয়ার সরকারি সংবাদমাধ্যম। বার্তা সংস্থা সানা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে এ হামলা চালানো হয়। দামেস্কের বিমানবন্দরের একটি ওয়্যারহাউজ লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে দেশটির যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে। সিরিয়ার সরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিওচিত্রে দেখা গেছে, তীব্র আলোর মধ্যে আকাশ প্রতিরক্ষায় ক্ষেপণাস্ত্র ছোঁড়া হচ্ছে। একটি ভিডিওতে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, অধিকাংশ হামলা হয়েছে দামেস্কের দক্ষিণে।  ইরানি সেনাবাহিনী ও লেবাননের হিজবুল্লাহ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা দুটি সামরিক অবস্থানে এ হামলা চালানো হয়। এগুলো বিমানবন্দর ও দামেস্কের দক্ষিণের কিসওয়েহ এলাকায় অবস্থিত। রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৯/শাহেদ