আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ‘হারানো যমজ’ আফগানিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ‘হারানো যমজ ভাইয়ের’ সন্ধান আফগানিস্তানে পাওয়া গেছে। এই দাবি অবশ্য সেই ‘হারানো ভাইয়ের’ নয় বরং আফগান টিভি দর্শকদের। কারণ আব্দুল সালাম মাফতুন নামের ওই আফগান তরুণের চেহারার সঙ্গে প্রধানমন্ত্রী ট্রুডোর চেহারার অনেকাংশেই মিল রয়েছে। মার্কিন আদলের রিয়েলিটি শো আফগান আইডলে অংশ নিতে এসেছিলেন মাফতুন।  উত্তর-পূর্ব আফগানিস্তান থেকে আসা মাফতুন  গ্রামে গ্রামে বিয়ের বাড়ি অনুষ্ঠানে গান গাইতেন। আফগান আইডলের চার বিচারকের অন্যতম আফগান বংশোদ্ভূত কানাডীয় সঙ্গীত শিল্পী কাইস উলফাতই প্রথম ট্রুডোর সঙ্গে ২৯ বছরের মাফতুনের চেহারার সাদৃশ্যের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘সে দেখতে আমাদের প্রধানমন্ত্রীর মতো।’ মাফতুন কেবল চেহারা সর্বশ্ব শিল্পী নন। তার যে প্রতিযোগিতায় জেতার ব্যাপক সম্ভাবনা আছে সেদিকে ইঙ্গিত করে কাইস বলেন, ‘তার গলা অত্যন্ত সন্তোষজনক। তার সুর করার স্রষ্টা প্রদত্ত ক্ষমতা আছে। এই ছেলে পরবর্তী জাস্টিন বিবার হতে পারবে।’ সামনের দুটি দাঁত স্বর্ণ দিয়ে বাঁধানো মাফতুন অবশ্য জানিয়েছেন, ট্রুডোর সঙ্গে তার চেহারার মিল রয়েছে বিষয়টি জানার পর ‘লোকজন আমার নাম ভুলে গেছে। তারা আমাকে স্রেফ জাস্টিন ট্রুডো বলে ডাকে।’ কানাডার প্রধানমন্ত্রীর নামও কোনোদিন শোনেননি উল্লেখ করে মাফতুন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখার আগ পর্যন্ত আমি জাস্টিন ট্রুডো সম্পর্কে কিছুই জানতাম না।’ ট্রুডোর ‘যমজ’ বনে যাওয়াটা আর্শীবাদ হয়েছে উল্লেখ করে মাফতুন বলেন, ‘এই মিল আমার প্রতিযোগিতা জেতার সম্ভাবনা ৫০ শতাংশ বাড়িয়ে দিয়েছে।’ রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৮/শাহেদ