আন্তর্জাতিক

চীনে কানাডীয় নাগরিকের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : চীনে মাদক চোরাচালান মামলায় আটক এক কানাডীয় নাগরিকের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। রবার্ট লয়েড স্কেলেনবার্গ নামের ওই কানাডীয়র পরিবার জানিয়েছে, চীনা আদালতের এ রায়ের মাধ্যমে তাদের ‘সবচেয়ে বড় ভয়’ বাস্তবে পরিণত হয়েছে। গত নভেম্বরে স্কেলেনবার্গকে ১৫ বছরের জেল দিয়েছিল চীনা আদালত। তবে গত সোমবার সেই সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করে আদালত। রায়ে সাজা বাড়ানোর পক্ষে আদালতে বলে, ‘স্কেলেনবার্গকে যে সাজা দেওয়া হয়েছিল মাদক চোরাচালানির অপরাধে তা খুবই হালকা ছিল।’ চীনের আদালতের এ রায় কানাডার সঙ্গে দেশটির সম্পর্ক আরো অবনতির দিকে নিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। স্কেলেনবার্গের খালা লরি নেলসন-জোনস বলেন, ‘ভয়ঙ্কর, অপ্রত্যাশিত, হৃদয়বিদারক পরিস্থিতি। এ রায়ের মাধ্যমে আমাদের সবচেয়ে বড় ভয় বাস্তরে রূপ নিল। এখন স্কেলেনবার্গের কেমন লাগছে, সেটি কল্পনাতীত।’ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ রায়ের নিন্দা জানিয়ে বলেছেন, ‘সরকার হিসেবে এটি আমাদের কাছে চরম উদ্বেগজনক। আমাদের আন্তর্জাতিক বন্ধু ও মৈত্রীদের কাছেও এটি উদ্বেগজনক যে, চীন স্বৈরাচারী পন্থায় মৃত্যুদণ্ড প্রয়োগ করার পথ বেছে নিয়েছে।’ আদালতের নতুন রায়ের বিরুদ্ধে আপিল করতে ১০ দিন সময় পাবেন স্কেলেনবার্গ। তার আইনজীবী সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, স্কেলেনবার্গ মৃত্যুদণ্ডের শাস্তির বিরুদ্ধে আপিল করবেন। গত মাসে চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ের মালিকের কন্যা ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেং ওয়ানঝুকে (৪৬) গ্রেপ্তার করে কানাডা। এটি নিয়ে চীনের সঙ্গে কানাডা ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটে। মেং ওয়ানঝুকে গ্রেপ্তারের পর পরই স্কেলেনবার্গের মামলার রায় পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্য : বিবিসি

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৯/সাইফুল