আন্তর্জাতিক

মেক্সিকোতে তেল পাইপলাইনে ছিদ্র, বিস্ফোরণে নিহত ৬৬

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে একটি তেলের পাইপলাইনে ছিদ্র হয়ে ভয়াবহ বিস্ফোরণে ৬৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত। শুক্রবার দেশটির কেন্দ্রে হিদালগো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। হিদালগো রাজ্যের গভর্নর ওমর ফায়াদ জানান, ছিদ্র হওয়া তেলের পাইপলাইন থেকে বেরিয়ে আসা তেল শুক্রবার রাতে চুরি করতে যায় স্থানীয় বাসিন্দারা। এ সময় হঠাৎ সেখানে আগুন ধরে যায়। এতে ৬৬  জন পুড়ে মারা যান। পুড়ে আহত বহু লোককে হাসপাতালে নেওয়া হয়েছে। টেলিভিশন ফুটেজে দেখা যায়, ‘তুলা’ তেল পরিশোধনাগারের কাছে হিদালগো রাজ্যের ত্লাহুয়েলিলপান শহরের রাতের আকাশ দাউ দাউ আগুনে ছেয়ে গেছে। দুর্ঘটনার পর ওমর ফায়াদ হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন। কীভাবে তেলের পাইপলাইনে ছিদ্র হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রেমেক্স হলো মেক্সিকোর রাষ্ট্রীয় পেট্রোলিয়াম কোম্পানি। তাদেরই মালিকানাধীন তেল পরিশোধন কোম্পানি হলো ‘তুলা’। প্রেমেক্সের বিভিন্ন প্রতিষ্ঠানে এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটেছে। ২০১৩ সালে মেক্সিকো সিটিতে প্রেমেক্সের সদর দপ্তরে এক বিস্ফোরণে ৩৭ জন নিহত হয়েছিল। এ ছাড়া, ২০১২ সালে একটি গ্যাস ফিল্ডে আগুনে ২৬ জন মারা যান। তথ্য : বিবিসি

       

রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৯/সাইফুল