আন্তর্জাতিক

দণ্ড শেষের আগেই মুক্তি পাচ্ছে বালি হামলার ‘প্রধান পরিকল্পনাকারী’

আন্তর্জাতিক ডেস্ক : সাজা শেষ হওয়ার আগেই কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছেন ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নৈশক্লাবে বোমা হামলার ‘প্রধান পরিকল্পনাকারী’ আবু বকর বশির। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো এই তথ্য জানিয়েছেন। ৮১ বছর বয়সী বশির উগ্রবাদী সংগঠন জেমায়াহ ইসলামিয়ার (জেআই) আধ্যাত্মিক গুরু। ২০০২ সালে বালির নৈশক্লাবগুলোতে চালানো বোমা হামলায় দুই শতাধিক মানুষ নিহত হয়। নিহতদের বেশিরভাগই ছিল অস্ট্রেলিয়া ও ক্যানবেরার নাগরিক।আচেহ প্রদেশের বিভিন্ন জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২০১০ সালে সন্ত্রাসবিরোধী আইনে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আগামী এপ্রিলে প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচন করতে যাচ্ছেন জোকো উইদোদো। তার বিরুদ্ধে ধর্মীয় নেতাদের‘দোষী বানানোর প্রবণতার’ অভিযোগ করে আসছে বিরোধীরা। বশিরকে ‘মানবিক কারণে’ ছেড়ে দেওয়া হচ্ছে উল্লেখ করে জোকো বলেন,‘প্রথম কারণটি মানবিক। তার অনেক বয়স হওয়ায় তার স্বাস্থ্যের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।’ প্রেসিডেন্টের  প্রচারণা শিবিরের আইনি উপদেষ্টা ইউসরিল মাহেন্দ্র জানিয়েছেন, বশিরকে ছেড়ে দেওয়ার জন্য তিনিই প্রেসিডেন্টকে রাজী করিয়েছেন। তিনি বলেছেন, ‘এ ঘটনাই প্রমাণ করছে জোকোয়ি (উইদোদো এ নামেও পরিচিত) তেমন কাজ করেন না।’ রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৮/শাহেদ