আন্তর্জাতিক

চলে গেলেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সের মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : মানুষের ইতিহাসে প্রথম যখন যান্ত্রিক উড়োজাহাজ আবিষ্কার করেছিলেন রাইট ভাইয়েরা তার দুবছর পর জন্ম হয়েছিল ‘বিশ্বের সবচেয়ে বেশি বয়সের মানুষ’ মাসাজো নোনাকার। রোববার ১১৩ বছর বয়সে মারা গেছেন এই জাপানি নাগরিক। সে দেশের গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯০৫ সালের জুলাইয়ে জন্ম নোনাকার। এর এক মাস পরেই  বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার বিখ্যাত ‘থিওরি অব রিলেটিভিটি’ তত্ত্ব প্রকাশ করেছিলেন। ১৯৩১ সালে নোনাকা বিয়ে করেন। তার ঔরসে জন্ম নেয় পাঁচ সন্তান। ব্যবসা থেকে অবসর নেওয়ার পর টেলিভিশনে সুমো কুস্তি দেখতেন আর মিষ্টি খেতেন নোনাকো। গত বছর স্পেনের নাগরিক ফ্রান্সিসকো নুনেজ অলিভেরার মৃত্যুর পর নোনাকাকে বিশ্বের সবচেয়ে বেশি বয়সের মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছিলে গিনেস। নোনাকার নাতনি ইউকো জাপানি সংবাদমাধ্যম কিওডোকে বলেছেন, ‘এই বড় মানুষটির মৃত্যুতে আমরা শোকাভিভূত। গতকালও তিনি স্বাভাবিক ছিলেন এবং আমাদের পরিবারের সদস্যদের কোনো ব্যস্ততার মধ্যে না ফেলে তিনি চলে গেলেন।’ রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৯/শাহেদ